প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

হিমছড়িতে ভেসে এলো বিশাল তিমি

 




কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে বিশাল তিমিটিকে দেখা যায়। স্থানীয় লোকজন তিমিটি দেখতে ভিড় করছে।


অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ এবং বন বিভাগের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে এসে তিমিটি পর্যবেক্ষণ করছেন। তাঁরা জানান, ধারণা করা হচ্ছে, বড় কোনো জাহাজের ধাক্কায় তিমিটি আহত হওয়ার পর মারা গেছে। এরপর এটি সমুদ্রের ঢেউয়ে তীরে এসে আটকে গেছে। এর পেছনের অংশে পচন ধরেছে। প্রাণিসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসছে। এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারটা ভাবা হচ্ছে। 



তিমিটি ৪৪ ফিট দীর্ঘ বলে জানান পর্যবেক্ষণে যাওয়া বনবিভাগের কর্মকর্তা।

মন্তব্যসমূহ