শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

হেফাজতের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় নজিরবিহীন হরতাল

 





হেফাজতে ইসলামের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে স্বতঃস্ফূর্ত হরতাল। হেফাজত কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করছে।


মোদিবিরোধী বিক্ষোভে বায়তুল মুকাররমে মুসল্লিদের ওপর পুলিশের গুলিবর্ষণ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে গুলি করে মোদিবিরোধী আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদের রোববার সারা দেশে হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল নজিরবিহীনভাবে পালিত হচ্ছে।সকাল থেকেই দূরপাল্লাসহ সকল যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এমনকি শহরের প্রধান প্রধান সড়কে রিকশাও চলাচল করছে না।


ভোর থেকে হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করছে হেফাজত কর্মী, মাদরাসার ছাত্র ও আলেম-ওলামাসহ সাধারণ তাওহীদী জনতা।এছাড়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এবং আশুগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও পিকেটিং করছে হেফাজত কর্মীরা। জেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী টহল দিলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


মন্তব্যসমূহ