হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

হেফাজতের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় নজিরবিহীন হরতাল

 





হেফাজতে ইসলামের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে স্বতঃস্ফূর্ত হরতাল। হেফাজত কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করছে।


মোদিবিরোধী বিক্ষোভে বায়তুল মুকাররমে মুসল্লিদের ওপর পুলিশের গুলিবর্ষণ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে গুলি করে মোদিবিরোধী আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদের রোববার সারা দেশে হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল নজিরবিহীনভাবে পালিত হচ্ছে।সকাল থেকেই দূরপাল্লাসহ সকল যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এমনকি শহরের প্রধান প্রধান সড়কে রিকশাও চলাচল করছে না।


ভোর থেকে হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করছে হেফাজত কর্মী, মাদরাসার ছাত্র ও আলেম-ওলামাসহ সাধারণ তাওহীদী জনতা।এছাড়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এবং আশুগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও পিকেটিং করছে হেফাজত কর্মীরা। জেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী টহল দিলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


মন্তব্যসমূহ