হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২

 




রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে দুই জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।


স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার পরে পাইকপাড়া নতুন বাজার বস্তি সংলগ্ন একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কাজ চলছে। পলিথিন, গ্যাস সিলিন্ডার থাকায় কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ঘরগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি বলে আগুন ছড়িয়ে পড়ে। 

মন্তব্যসমূহ