হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ২

মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরির অপবাদে আরিফুল ইসলাম (১২) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ রাতেই নির্যাতনকারী একই গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরু মোল্লার ছেলে শুভ ইসলামকে আটক করেছেন।


নির্যাতনের শিকার আরিফুল ইসলাম উপজেলার তারাপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে আরিফুলকে গাছের সাথে বেঁধে রাখে শারীরিক নির্যাতন চালায় এরশাদ আলী ও শুভ ইসলাম। এসময় হাইওয়ের (বানেশ্বর ফাঁড়ি) টহল পুলিশ এরশাদ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে এরশাদ আলীর পিতা মহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই এরশাদ আলী ও শুভ ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক আবুল খায়ের পিন্টু জানান, শিশু নির্যাতনের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। অপরদিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরটিএনএন

মন্তব্যসমূহ