হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

ভিয়েতনামে টাইফুন ইয়াগির তাণ্ডবে নিহত ৫৯

 




টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে ৫৯ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরো অনেকে।


ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিধস ও বন্যার কারণে নিহত-নিখোঁজের সংখ্যা বেড়েছে।


খবর বিবিসি

গত শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে টাইফুন ইয়াগি আঘাত হানে। এবছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। গতকাল রোববার টাইফুনটি শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নেয়।


ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর বলেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এর প্রভাবে আরও বন্যা ও ভূমিধস হতে পারে।


ঝড়ের কারণে ৪১টি মাছ ধরার নৌকা ডুবে গেছে অথবা ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। ডজনেও বেশি জেলে নিখোঁজ হওয়ার খবর আসার পর অনুসন্ধানে নেমে উদ্ধার কর্মীরা ২৭ জনকে সাগরে ভাসতে দেখেছেন।  


এদিকে টাইফুনের কারণে সেতু ধসে পড়া, গাছপালা উপড়ে পড়া ঘটনা ঘটেছে একাধিক ছোট বড় শহরে। থমকে গেছে বিভিন্ন শিল্প এলাকার কার্যক্রম। ভিয়েতনামে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান হং সান জানিয়েছেন, উপকূলীয় এলাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার কারখানাগুলো ক্ষতির মুখে পড়েছে।


ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে, কর্তৃপক্ষ নাগরিকদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়েছে। হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ