হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

 




দুই দিন ধরে জ্বর-সর্দিতে ভোগার পর করোনা পরীক্ষার পর জানা গেল দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। টানা দুই পরীক্ষায় ইতিবাচক হন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার। করোনা আক্রান্ত সৌরভকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার সৌরভের প্রথম করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করানো হয়। তাতেও ফল আসে পজিটিভ। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।


কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। কিন্তু বড় ধরনের ঝুঁকি এড়াতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার। তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

মন্তব্যসমূহ