হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

ফেনীতে পিকআপচাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

 




ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপভ্যানচাপায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।


বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগান মালি নুরুল ইসলাম, জোরারগঞ্জ থানা এলাকার আরিফ, জয়পুরের বিবি হাজেরা এবং অজ্ঞাত এক বৃদ্ধ।


ছাগনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ছাগলনাইয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছলে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং ফেনী হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।


নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্যসমূহ