শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

ওআইসির নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা

 




ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা। আফ্রিকার দেশ শাদের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের নভেম্বর থেকে মুসলিম বিশ্বের বৃহত্তম এই সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


নাইজারে অনুষ্ঠিত ওআইসি দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিন নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।


ওআইসির বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিনের মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন হুসেইন ইব্রাহিম তাহা। ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।


নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

মন্তব্যসমূহ