গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, চীনের প্রতি নিন্দা জানিয়েছে ৩৯ দেশ

 




হংকং-এ নিরাপত্তা আইন এবং উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় চীনের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৩৯ দেশ।


মঙ্গলবার জাতিসংঘে মানবাধিকার বিষয়ক বৈঠকে এ নিন্দা জানানো হয়। এর নেতৃত্ব দেন জাতিসংঘে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত।


বৈঠকে বলা হয়, জিনজিয়াং এ মুসলিম সংখ্যালঘুদের ওপর নিষেধাজ্ঞাসহ তাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দিচ্ছে শি জিন পিং সরকার। এছাড়া হংকংএ নিরাপত্তা আইন চালুর মাধ্যমে দমন-পীড়ন চালাতে চায় বেইজিং। চীনে মানবাধিকরার রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।


নিন্দা জানানো দেশ গুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইইউ সদস্য বিভিন্ন দেশ। গেলো কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, উইঘুর মুসলিমদের আটকে রেখে নির্যাতনের ঘটনা।

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
বিশ্ব সমপ্রদয় চীনের দিকে না তাকিয়ে একটু ফিলিস্তিনের ও ভারতের দিকে তাকানো উচিত সেখানে মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করতেছে। যারা বছরের পর বছর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন করতেছে তারা কিনা বলে চীনের নির্যাতনের কথা!