হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

করোনাভাইরাস: বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ

 





বিশ্বে দশ লাখ ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬ হাজারের মতো মানুষ। নতুনভাবে দু’লাখ ৮৩ হাজার সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখের বেশি।


দিনের হিসাবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত। মঙ্গলবারও, মারা গেছেন ১১শ’র বেশি; মোট প্রাণহানি সাড়ে ৯৭ হাজার। দেশটিতে মোট সংক্রমিত ৬২ লাখের ওপর।


এদিন হাজারের মতো মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ১০ হাজারের বেশি।


এদিকে ব্রাজিলে সাড়ে ৮শ’ মৃত্যুতে এক লাখ ৪৩ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। নতুনভাবে লাতিন দেশ আর্জেন্টিনায় বেড়েছে মৃত্যু আর করোনার বিস্তার। একদিনে ৪ শতাধিক মানুষ মারা গেছেন কোভিডে; শনাক্ত সাড়ে ১৩ হাজার।

মন্তব্যসমূহ