হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

করোনাভাইরাসে সশস্ত্রবাহিনীর ১০৭ জনের মৃত্যু



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্রবাহিনীর ১০৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সবাই ৬৫ বয়সোর্ধ্ব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য। এছাড়াও সিএমএইচে বর্তমানে ৯০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে ৬ হাজার ৭৮৩ জন সদস্য/পরিবারবর্গ কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন ৫ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন, সিএমএইচে চিকিৎসাধীন ৯০৩ জন।

এর মধ্যে গত সপ্তাহে ৫২১জন আক্রান্ত হন ও মৃত্যুবরণ করেছে ১২ জন।
যুগান্তর

মন্তব্যসমূহ