গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

করোনাভাইরাসে সশস্ত্রবাহিনীর ১০৭ জনের মৃত্যু



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্রবাহিনীর ১০৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সবাই ৬৫ বয়সোর্ধ্ব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য। এছাড়াও সিএমএইচে বর্তমানে ৯০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে ৬ হাজার ৭৮৩ জন সদস্য/পরিবারবর্গ কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন ৫ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন, সিএমএইচে চিকিৎসাধীন ৯০৩ জন।

এর মধ্যে গত সপ্তাহে ৫২১জন আক্রান্ত হন ও মৃত্যুবরণ করেছে ১২ জন।
যুগান্তর

মন্তব্যসমূহ