প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

করোনাভাইরাসে সশস্ত্রবাহিনীর ১০৭ জনের মৃত্যু



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্রবাহিনীর ১০৭ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সবাই ৬৫ বয়সোর্ধ্ব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য। এছাড়াও সিএমএইচে বর্তমানে ৯০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে ৬ হাজার ৭৮৩ জন সদস্য/পরিবারবর্গ কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন ৫ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন, সিএমএইচে চিকিৎসাধীন ৯০৩ জন।

এর মধ্যে গত সপ্তাহে ৫২১জন আক্রান্ত হন ও মৃত্যুবরণ করেছে ১২ জন।
যুগান্তর

মন্তব্যসমূহ