গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭৩

  যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর  হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। তবে ইসরায়েল বলেছে, গাজার একটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। খবর এএফপির। সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজার উত্তরে বেইত লাহিয়ার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর আমাদের এজেন্সির কর্মীরা ৭৩ জন শহীদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।’ তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজন শহীদের মরদেহ রয়ে গেছে।’ মাহমুদ বাসাল জানান, শনিবার (১৯ অক্টোবর) দিনের শেষ ভাগে ইসরায়েলের চালানো ওই হামলায় বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হামলাটি চালানো হয় একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিরক্ষা বিভাগের (আইডিএফ) কাছে আসা তথ্যের সঙ্গে হতাহতের সংখ্যার মিল নেই। তবে, এ বিষয়ে কোনো বিস্তারিত বিবরণও তারা দেয়নি বা কাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছ

করোনা ভাইরাস: যুক্তরাজ্যে শুক্রবার থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান



করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল শুক্রবার(২০ মার্চ) থেকে যুক্তরাজ্যে স্কুল, কলেজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।

তবে বিশেষ চাহিদাপ্রাপ্ত শিশুদের জন্য কিছু স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করে দেয়া হয়েছে। তবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২হাজার৬শ২৬ জন। এই পর্যন্ত যুক্তরাজ্যে ৫৬ হাজার ২শ২১ জন করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে ৫৩ হাজার ৫শ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ