হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

ইয়েমেনে নতুন করে সৌদি বিমান হামলা: ৩০ বেসামরিক নাগরিক নিহত



ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের গণমাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।

ইয়েমেনের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় আজ অন্তত আট দফা হামলা চালায়।

শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করে। ওই বিমানের ধ্বংসস্তূপ দেখার জন্য লোকজন যখন সেখানে জড়ো হয় তখন সৌদি আরব বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালায়। এতে ওই ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়।

সৌদি বিমান হামলায় হতাহতদের উদ্ধারের জন্য সেখানে স্বাস্থ্য বিভাগের লোকজন যেতে পারছেন না কারণ সৌদি আরব ওই এলাকায় দফায় দফায় হামলা চালাচ্ছে।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বিমান হামলায় লোকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণে মৃতের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে।

পার্সটুডে

মন্তব্যসমূহ