হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

কুমিরের গলা থেকে টায়ার খুলতে ‍পুরস্কার ঘোষণা (ভিডিও)



কুমিরের গলায় আটকে যাওয়া বাইকের টায়ার খোলার জন্য পুরস্কার ঘোষণা দিয়ে ‘সাহসী মানুষ’ খুঁজছে ইন্দোনেশিয়া প্রশাসন। শুধু রাজি হলেই হবে না, এ ধরনের কাজে প্রশিক্ষণ থাকতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।

এএফপি জানিয়েছে, সুলাওয়েসির রাজধানী পালুর কাছে কুমিরটি দেখা গেছে। অনেক চেষ্টা করেও তা খুলে ফেলতে পারেননি কর্মীরা।

বাধ্য হয়েই অন্য জায়গা থেকে এ বিষয়ে অভিজ্ঞ লোকজন খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে সুলাওয়েসি প্রশাসন। কত টাকা, তা এখনও জানানো হয়নি।

এমন অসহায় অবস্থায় কুমিরটি আরও হিংস্র আচরণ করতে পারে বলে আশঙ্কা। তাই এদের সামলাতে দক্ষ কাউকেই কাজটির দায়িত্ব দিতে চায় প্রশাসন।

মন্তব্যসমূহ