হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

চাঁদাবাজির অভিযোগে বাড্ডার ওসির বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগ এনে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ মামলা করা হয়।

বিচারক বাদী নুরুন নাহার নাছিমা বেগমের জবানবন্দি শুনে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় ওসি ছাড়াও উপপরিদর্শক (এসআই) শহীদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দ্বীন ইসলাম ও মো. আবদুর রহিম এবং জাহানারা রশিদ রুপা, রোকেয়া রশিদ, আতাউর রহমান কাইচার ও মো. শুকুর আলীকে আসামি করা হয়েছে।

মামলায় সাক্ষী করা হয়েছে পাঁচজনকে।এনটিভি

মন্তব্যসমূহ