হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

মালয়েশিয়ায় ৩১ যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ

মালয়েশিয়ায় ৩১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে চীনা পর্যটক ছিল কমপক্ষে ২০ জন।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে নৌকাটি মালয়েশিয়ার সাবাহ প্রদেশ থেকে ছেড়ে গিয়েছিল। এর পর থেকেই নৌকাটির হদিস পাওয়া যায়নি।

নৌকাটি সাবাহ প্রদেশের কোতা কিনাবালু শহর থেকে মেনগালুম দ্বীপের দিকে যাচ্ছিল। কিনাবালু প্রদেশ থেকে মেনগালুম দ্বীপের দূরত্ব ৬০ কিলোমিটার।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, বাজে আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  ওই নৌকাটি থেকে একটি ফোনকলের মাধ্যমে বিপদবার্তা জানানো হয়েছিল । কিন্তু কিছুক্ষণ পরই কলটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে সাবাহ প্রদেশের পর্যটনমন্ত্রী মাসিদি মানুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই নৌকায় যাঁরা ছিলেন, তাঁদের আত্মীয়দের মতো আমিও আশা করি যেন উদ্ধারকাজ সফল হয়।’

নববর্ষ উদযাপন করতেই চীনা নাগরিকরা মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ