হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৪

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও আরো ১৬ জন আহত হয়েছে। আন্ত:রাষ্ট্রীয় বাসটিতে করে সিঙ্গাপুর ও মিয়ানমার থেকে যাত্রী পরিবহন করা হচ্ছিল। কর্মকর্তারা একথা জানান।

দমকল বিভাগের উপ-পরিচালক মোহাম্মাদ ইউসুফ মোহাম্মাদ গানোস জানান, বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে শনিবার হতাহতের এ ঘটনা ঘটে।


এটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্য থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। মুয়ার জেলার সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে বড়দিনের আগে জোহোর রাজ্যে এ পর্যন্ত এটি সবচেয়ে বড় দুর্ঘটনা। নতুনবার্তা

মন্তব্যসমূহ