গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

নেশার টাকা জোগাতে ২ সন্তান বিক্রি, ভারতীয় দম্পতি আটক



নেশার টাকা যোগাড়ের জন্য মাত্র ৭৪ হাজার রুপিতে নিজের দুই সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠেছে ভারতীয় দম্পতির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এক দম্পতিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। খবর এনডিটিভির।

শুক্রবার শহরের আন্ধেরি নামক জায়গা থেকে এক মাস বয়সী শিশুকন্যাকে উদ্ধারও করেছে পুলিশ। দুই বছরের আরেক ছেলে সন্তানের খোঁজ চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবা-মা সাব্বির ও সানিয়া খান এবং শাকিল মাকরানি নামের আরেকজন রয়েছেন। ঊষা রাঠোড নামে একজন অভিযুক্ত এজেন্ট বিক্রি থেকে কমিশন নিয়েছিল। তাকেও আটক করেছে ক্রাইম ব্রাঞ্চ।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দয়া নায়ক এক বিবৃতিতে বলেছেন, ‘আন্ধেরিতে মাদক আসক্ত এক দম্পতি টাকার জন্য নিজের দুটি সন্তানকে বিক্রি করে দিয়েছেন। দম্পতির পরিবার ঘটনাটি জানতে পেরেই থানায় জানায়। পুলিশ অভিযুক্ত দম্পতি ও আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত দম্পতি ছেলেটিকে ৬০ হাজার এবং এক মাস বয়সী মেয়েটিকে ১৪ হাজার রুপিতে বিক্রি করে দিয়েছে।’

সাব্বির খান, তার স্ত্রী সানিয়া, উষা রাঠোর ও শাকিল মাকরানির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাব্বির ও সানিয়া মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

ক্রাইম ব্রাঞ্চ আরও বলেছে, ‘তারা নেশা ছাড়া চলতে পারে না। অভিযুক্ত নারী রাঠোডও তাদের সঙ্গে জড়িয়ে যায়। দম্পতি যার কাছে বাচ্চাগুলো বিক্রি করেছিল তার পরিচয় এখনও পাওয়া যায়নি। ‍এছাড়াও, এই দম্পতির সম্প্রতি একটি মেয়ে হয়েছে। তারা গত মাসে অভিযুক্ত শাকিল মাকরানির কাছে ১৪ হাজার রুপিতে মেয়েটিকে বিক্রি করেছে।’

অভিযুক্ত সাব্বিরের বোন রুবিনা খান ঘটনাটি জানতে পারলে তিনি হতবাক হয়ে যান। সে তার ভাইয়ের ওপর রেগে যায় ও সঙ্গে সঙ্গে ডিএন নগর থানায় ঘটনাটি জানায়। সে থানায় ভাই ও ভাবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

রুবিনার অভিযোগের ভিত্তিতে ডিএন নগর পুলিশ একটি মামলা দায়ের করে ও পুলিশ তদন্তটি ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করে।

মন্তব্যসমূহ