শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ৭



কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ আটককৃত সকল  নেতা কর্মী ও উলামায়ে কেরামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবীতে  গাজীপুরে বিক্ষোভ মিছিল  করেছে জামায়াতে ইসলাম।

শনিবার  দুপুর ১: ৩০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার বাসস্ট্যান্ড থেকে  গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসানের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি গাজীপুর  সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  মিছিল পরবর্তী  সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মো: হোসেন আলীর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান বক্তব্যে  বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের যেকোন দুর্যোগ দুর্ভোগে মানুষের পাশে থাকে। সেটা হউক প্রাকৃতিক দুর্যোগ অথবা রাজনৈতিক দুর্যোগ। বর্তমান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটের আবর্তে নিমজ্জিত। আইনের শাসন নেই,বিচার বিভাগের স্বাধীনতা নেই, নেই মত প্রকাশের স্বাধীনতা। কেড়ে নেওয়া হয়েছে ভোট এবং ভাতের অধিকার। লাখো শহীদের রক্তে কেনা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। জামায়াত নেতৃবৃন্দ দেশের জন্য অকাতরে হাসিমুখে  জীবন বিলিয়ে দিয়েছেন।  জামায়াত-শিবিরের  লাখো কর্মী কাহিনী দেশের  জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। এমনকি জীবন দিতে 

ও কুণ্ঠাবোধ করবেনা ।বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক,জেলা সেক্রেটারি মো: সফি উদ্দিন,  মহানগর কর্মপরিষদ সদস্য মো: নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ মহানগর সভাপতি মো: মহিউদ্দিন,ছাত্র শিবিরের মহানগর সভাপতি আব্দুল্লাহ আল নোমানসহ জামায়াত শিবিরের মহানগর এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক কর্মী এবং সাধারণ জনগণ মিছিলে অংশগ্রহণ করেন। মো: খায়রুল হাসান আরো 

বলেন দেশের মানুষ আওয়ামী অপশাসনে অতিষ্ঠ। জুলুমবাজ সরকারকে এক মুহূর্তে আর ক্ষমতায় দেখতে চান না। আওয়ামীলীগ আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।নজিরবিহীন দুর্নীতি, দু:শাসন, লুটপাটের কারণে জনগণকে তারা ভয় পাচ্ছে।এই জন্য কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের এতো ভয়।  জন আতংকিত আওয়ামী সরকার তাই তাদের দলীয় সরকারের  অধীনে আরেকটি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে। আমরা জানতে চাই আওয়ামীলীগ তো ৯৬ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে রাজি ছিল না।কেয়ারটেকার সরকারের দাবী আদায়ে হরতাল অবরোধ গাড়ি ভাঙচুর করছিল। আজকে শুধু দলীয় স্বার্থে আওয়ামীলীগ একগুঁয়েমি করে দেশকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। তিনি সরকারের হটকারিতা পরিহার করে দেশবাসীর গণদাবী মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের দাবী মেনে নেওয়ার আহবান জানান। মিছিল শেষে ফেরার পথে ৭ জনকে আটক করে। অন্যায়ভাবে আটকের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতিতে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগর সেক্রেটারি মো : খায়রুল হাসান বলেন শান্তিপূর্ণ মিছিল থেকে ফেরার পথে  আটক করা সংবিধান এবং গণতন্ত্র রীতিনীতির পরিপন্থী। গ্রেফতার করে জুলুমবাজ সরকারের শেষ রক্ষা হবেনা।অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবী জানান।


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্যসমূহ