হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

বিবাহিত নারী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যে কাণ্ড ঘটালেন যুবক

 




প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে খুন করেছেন এক লেবানিজ যুবক। শুক্রবার দেশটির ঝাহলিতে এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া। 


ওই যুবকের নাম শিবল আবু নাজেম। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া হাতি নামে এক নারীর মাথায় গুলি চালিয়ে খুন করেন তিনি। একটি রেস্টুরেন্টের কাছে এ ঘটনা ঘটে। ওই নারীকে গুলি করার পর নিজের ওপরও গুলি চালায় যুবক। এর পরই তাদের হাসপাতালে নেওয়া হয়। 


ওই যুবকের বন্ধু মনা আল হুররাকে জানায়, মারিয়া হাতি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তা মেনে নিতে পারেনি আবু নাজেম। কারণ সে তাকে বিয়ে করার জন্যই প্রেমের প্রস্তাব দেয়। 


মনা আরও জানায়, ওই নারী বিয়ে হয়েছে এবং তার একটি কন্যাসন্তানও রয়েছে। এ জন্য সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।


অন্য আর এক বন্ধু ইল বলেন, আবু নাজেম ওই নারীকে হত্যা করার হুমকি দেয়। এ জন্য সে ১০ দিন আগে থেকেই ওই নারীর পিছু নেয়। 

মন্তব্যসমূহ