শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

বিবাহিত নারী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যে কাণ্ড ঘটালেন যুবক

 




প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে খুন করেছেন এক লেবানিজ যুবক। শুক্রবার দেশটির ঝাহলিতে এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া। 


ওই যুবকের নাম শিবল আবু নাজেম। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া হাতি নামে এক নারীর মাথায় গুলি চালিয়ে খুন করেন তিনি। একটি রেস্টুরেন্টের কাছে এ ঘটনা ঘটে। ওই নারীকে গুলি করার পর নিজের ওপরও গুলি চালায় যুবক। এর পরই তাদের হাসপাতালে নেওয়া হয়। 


ওই যুবকের বন্ধু মনা আল হুররাকে জানায়, মারিয়া হাতি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তা মেনে নিতে পারেনি আবু নাজেম। কারণ সে তাকে বিয়ে করার জন্যই প্রেমের প্রস্তাব দেয়। 


মনা আরও জানায়, ওই নারী বিয়ে হয়েছে এবং তার একটি কন্যাসন্তানও রয়েছে। এ জন্য সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।


অন্য আর এক বন্ধু ইল বলেন, আবু নাজেম ওই নারীকে হত্যা করার হুমকি দেয়। এ জন্য সে ১০ দিন আগে থেকেই ওই নারীর পিছু নেয়। 

মন্তব্যসমূহ