গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

ভিসা নীতি আমরাও করতে পারি, অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

 




বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতির দিয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি। অপেক্ষা করুন।’


আজ শনিবার (১৭ জুন) গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে তারা (যুক্তরাষ্ট্র) বলছে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসা নীতি। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে, না কি বাস্তববাদী হবে তা আমরা দেখব।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বদরুদ্দীন উমর তো এখন আবার নতুন করে মাঠে নেমে বিএনপিকে পরামর্শ দিচ্ছেন। বিএনপি যাতে নির্বাচন করতে না দেয়, সেই বিষয়েও বদরুদ্দীন উমর তাদের পরামর্শ দিচ্ছেন।’ 


দুর্নীতি ও দুঃশাসনের কথা বললেই বিএনপির নাম বলতে হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে, জানি না। বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই।’


বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের দলের চেয়ারপারসেনর মুক্তির জন্যও দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলছে, কিন্তু আমরা তাদের আন্দোলনের তেমন কোনো লক্ষণ দেখছি না।’  


চলমান বিআরটি প্রকল্পের অগ্রগতি উল্লেখ করে সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হতে পারে। আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেলও গাড়ি চলাচলের জন্য প্রস্তুত হবে।’

মন্তব্যসমূহ