গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

গাজায় ইসরায়েলি বিমান হামলায় মিসাইল কমান্ডার নিহত

 




গাজায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের মিসাইল কমান্ডার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মে) ভোরে এ ঘটনা ঘটে।


গাজা ভূখণ্ডের দক্ষিণে হামাদ রেসিডেন্সিয়াল সিটির একটি বাড়ির পাঁচতলায় হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। সেই হামলায় ফিলিস্তিনি মিসাইল কমান্ডার নিহত হন।


গতকাল বুধবার (১০ মে) গাজা থেকে ইসরেয়েলকে লক্ষ্য করে ৪৬০টিরও বেশি রকেট ছোড়া হয় বলে জানিয়েছে বিবিসি। এর ফলে প্রচুর ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটেন। বেশ কয়েকজন আহত হন।


এরপরই ইসরায়েলের সেনা গাজায় ১৩০টি জায়গায় আক্রমণ করেছে। প্রতিটি জায়গাই সন্ত্রাসবাদীদের আস্তানা ছিল বলে দাবি তাদের।


সংবাদ সংস্থা এপি জানায়, ইসরায়েলি বিমান হামলায় মোট ২৩ জন মারা গেছেন। এর মধ্যে তিনজন ইসলামিক জিহাদের কমান্ডার আছে।


ফিলিস্তিন ইসলামিক জেহাদের (পিআইজে) পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় তাদের মিসাইল কমান্ডার আলি হাসান ঘালি ওরফে আবু মুহাম্মদ মারা গেছেন। হামাসের পর পিআইজে হলো গাজায় ফিলিস্তিনের সবচেয়ে বড় সংগঠন।


ইসরায়েলের সেনার পক্ষ থেকে বলা হয়, রকেট হামলার পেছনে যারা ছিল, তাদেরই আক্রমণ করা হয়েছে এবং তিনজন কমান্ডার মারা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমাদের লড়াই এখনও শেষ হয়নি।

মন্তব্যসমূহ