প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭

 




চীনের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি রোববার গুইঝো প্রদেশের মহাসড়কে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।


চীনে এটিকে গত বছরের সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বলছে সরকার। দুর্ঘটনাটি ঘটেছে গুইঝো প্রদেশের প্রত্যন্ত এলাকায়। যেখানে সংল্যাঘুদের বসবাস বেশি। খবর ভয়েস অব আমেরিকার।


খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহত ২০ জনকে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি স্থানীয় পুলিশ।


গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হন। একই বছরের মার্চে চীনের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১৩২ জন মারা যান। যা গত কয়েক দশকে চীনে ঘটে যাওয়া সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।

মন্তব্যসমূহ