শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

 




যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কার ক্লাব শোতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। স্থানীয় সময় রোববার বিকেলে শোটিতে যখন কয়েকশ’ মানুষের উপস্থিতি, তখন এ ঘটনা ঘটে।


কর্তৃপক্ষ জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের একটি পাবলিক পার্কে কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে এক বা একাধিক লোক গুলি চালানোর আগে কয়েকশ’ মানুষের সমাগম ছিল। খবর দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের।


প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর চার জন পুরুষ এবং তিন জন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুজন মারা গেছেন। এই সাতজনের বয়স ২৩ থেকে ৫৪ এর মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে শোতে গুলি চালানো শুরু হয়। তবে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো গ্রেপ্তার নেই।


লস অ্যাঞ্জেলেসের সান পেড্রো সেকশনে অবস্থিত পেক পার্কের চারপাশে গুলি চালানো হয়। গুলি চালানোর পরে পুলিশ সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেয়। লোকজনকে বের হতে নিষেধ করা হয়, যদি তারা কিছু দেখে থাকেন সেজন্য।


লস অ্যাঞ্জেলেসের মতো যুক্তরাষ্ট্রের বড় বড় শহর এবং অন্যান্য জায়গায় সহিংসতা বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস পুলিশের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, দেশটিতে গত ১৫ বছরে উচ্চহারে গণহত্যার ঘটনা ঘটেছে এবং মে মাস পর্যন্ত এই বছর আরও দ্রুত হারে ঘটেছে।

মন্তব্যসমূহ