জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিল না ইসরাইল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ছয় বন্দির মুক্তির বিনিময়ে এ দিনই ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরাইলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না। শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। নেতানিয়াহু বলেন, ‘অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করাসহ হামাসের বারবার (যুদ্ধবিরতির চুক্তি) লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব সন্ত্রাসীদের (ফিলিস্তিনি) মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাদের ছাড়া হবে না।’ দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর পর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ...

সিভারস্কিতে দুটি রাশিয়ান সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেন, চলছে তীব্র লড়াই

 




ইউক্রেনীয়রা বিলোহোরিভকার কাছে সিভারস্কি ডোনেটস নদীতে রুশ বাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয়রা, একটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে।


এই লড়াইটি নদীর একই পাশ বরাবর চলছে, যেখানে রাশিয়ানরা দুটি পন্টুন সেতু তৈরি করেছিল, যা ইউক্রেনীয়রা উড়িয়ে দিয়েছেন।


বৃহস্পতিবার বিকালে স্যাটেলাইটে তোলা ছবিতে এমনটিই দেখা যাচ্ছে। খবর সিএনএনের।


স্যাটেলাইটে দেখা গেছে, নদীর ঠিক পশ্চিমে একটি ঘন জঙ্গল থেকে ধোঁয়া উড়ছে। রাশিয়ান পন্টুন সেতু দুটি যে এলাকায় তৈরি করা হয়েছে, সেখানেও লড়াই চলছে বলে মনে হচ্ছে।


আরও দেখা যায়, ধোঁয়া ওই অঞ্চলের বেশিরভাগ অংশ ঢেকে ফেলছে, কিন্তু এর মধ্য দিয়ে একটি বস্তু— একটি সম্ভাব্য তৃতীয় রাশিয়ান পন্টুন সেতু তৈরির চেষ্টা করছে রুশ বাহিনী। 


লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসক সেরহি হেইডে বুধবার বলেছেন, রাশিয়ানরা সিভারস্কি ডোনেটস নদীর ওপর সেতু নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 


তিনি আরও বলেন, ইউক্রেনীয়রা বারবার তাদের উড়িয়ে দিয়েছেন।

মন্তব্যসমূহ