জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিল না ইসরাইল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ছয় বন্দির মুক্তির বিনিময়ে এ দিনই ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরাইলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না। শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। নেতানিয়াহু বলেন, ‘অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করাসহ হামাসের বারবার (যুদ্ধবিরতির চুক্তি) লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব সন্ত্রাসীদের (ফিলিস্তিনি) মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাদের ছাড়া হবে না।’ দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর পর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ...

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

 




শপথের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাঁর শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির সরকারি ভবনে শপথ অনুষ্ঠিত হয়। এরপর রনিল ওয়ালুকারমা মন্দিরের উদ্দেশে যান। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


এর আগে রনিল বিক্রমাসিংহের দল ইউএনপির বরাতে ডেইলি মিরর জানিয়েছিল, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রনিল শপথ নিলেন। এ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো সেদেশের প্রধানমন্ত্রী হলেন। 


সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে শপথ নিয়েছিলেন ২০২০ সালের ৯ আগস্ট। তিনি সেদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। এর দুই বছর না ঘুরতেই অর্থনৈতিক টানাপোড়েনে টালমাটাল হয়ে পড়ে দেশ। দেখা দেয় জনরোষ। শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে অনেকে নিহতও হয়েছেন।


এরপর অর্থনৈতিক সংকটের মধ্যে তুমুল বিক্ষোভে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।


এরপর কে হতে পারেন নতুন প্রধানমন্ত্রী, তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। পরে আজ শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে জানা গেল, সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সেদেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

মন্তব্যসমূহ