হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

ভালোবাসার প্রমাণে প্রেমিকার মাকে কিডিনি দান, একমাস পরেই ব্রেকআপ

 




ভালোবাসার মানুষটির জন্য মানুষ কত কিছুই না করে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীর জন্য বানিয়েছিলেন তাজমহল। কিন্তু সবার তো আর তাজমহল বানানোর সামর্থ্য নেই। তাই ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দিয়েছিলেন এক যুবক।


কিন্তু তাতেও টেকেনি ভালোবাসা। কিডনি প্রতিস্থাপনের মাস না পেরোতেই ওই প্রেমিককে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।


ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা উজিয়েল মার্টিনেজ নামে এক যুবক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এক ভিডিওতে এই ঘটনা শেয়ার করেছেন।


ভিডিওতে মার্টিনেজ বলেন, প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে তিনি তার একটি কিডনি দিয়েছিলেন। কিন্তু অপারেশনের মাস না পেরোতেই তার প্রেমিকা তাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেছেন।


এদিকে, ওই ভিডিওটি ব্যাপকভাবে আলোচিত হয়। অনেকেই সাবেক প্রেমিকার কাছ থেকে পাওয়া বাজে অভিজ্ঞতা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করেছেন।

মন্তব্যসমূহ