শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল সাতক্ষীরার হাসপাতাল (ভিডিও)

 


পরিবেশবান্ধক স্থাপত্যকলার জন্য বাংলাদেশের একটি হাসপাতাল বিশ্বের সেরা ভবনের পুরষ্কার পেয়েছে।


রয়্যাল ব্রিটিশ ইনিস্টটিউট অব আকিটেক্ট বা রিবার এই পুরষ্কার বিশ্বের স্থাপত্যকলায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি।


নকশায় পরিবেশকে গুরুত্ব দেওয়ার জন্য ভবনটি বিচারকদের বিশেষ নজর কেড়েছে।


বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষিরায় বেসরকারি একটি এনজিও পারচালিত এই হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশিফ চৌধুরী। বিস্তারিত দেখুন ভিডিওতে।

বিবিসি বাংলা

মন্তব্যসমূহ