প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

চাঁদ থেকে মাটি নিয়ে ফিরেছে চীনের চন্দ্রযান

 





চীনের মহাকাশযান চ্যাং'ই৫ চাঁদ থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে (জিএমপি সময় বুধবার ১৭:৩০) ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে যানটি।


চীন আগেই ঘোষণা করেছিল প্রায় দুই কেজি চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরে আসছে চীনের চন্দ্রযান ২ চ্যাং'ই৫।


চ্যাং'ই৫ ভরে নিয়ে রোববার পৃথিবীর পথে রওনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এরপর চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে ২২ মিনিটের মধ্যে চারটি ইঞ্জিন চালু করে যাত্রা শুরু করে।


পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র তিন দিন। আমেরিকা ও রাশিয়ার পর এবার চীনও শুরু করতে চলেছে চাঁদের মাটি নিয়ে গবেষণা। আমেরিকার অ্যাপোলো ও সোভিয়েত লুনা মিশনের পর চীন চাঁদ থেকে মাটি নিয়ে ফিরে এলো।


সূত্র : বিবিসি ও জি নিউজ

মন্তব্যসমূহ