গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭৩

  যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর  হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। তবে ইসরায়েল বলেছে, গাজার একটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। খবর এএফপির। সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজার উত্তরে বেইত লাহিয়ার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর আমাদের এজেন্সির কর্মীরা ৭৩ জন শহীদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।’ তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজন শহীদের মরদেহ রয়ে গেছে।’ মাহমুদ বাসাল জানান, শনিবার (১৯ অক্টোবর) দিনের শেষ ভাগে ইসরায়েলের চালানো ওই হামলায় বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হামলাটি চালানো হয় একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিরক্ষা বিভাগের (আইডিএফ) কাছে আসা তথ্যের সঙ্গে হতাহতের সংখ্যার মিল নেই। তবে, এ বিষয়ে কোনো বিস্তারিত বিবরণও তারা দেয়নি বা কাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছ

তাতারস্তানে মুসলিম কিশোরকে গুলি করে হত্যা করল রুশ পুলিশ

 




মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাতারস্তানে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে রাশিয়ার পুলিশ।


শুক্রবার রুশ তদন্তকারীরা বলেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি পুলিশ স্টেশনে আগুন ধরানো ও এক পুলিশ  কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল।


বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।


দেশটিতে বড় ধরনের অপরাধ মোকাবেলায় কাজ করছে ইনভেস্টিগেটিভ কমিটি। এক বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসবাদ চেষ্টার অপরাধ হিসেবে তারা দেখছে এই ঘটনা। এ সংক্রান্ত একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে।


তদন্তকারীরা জানান, মলোটভ ককটেল দিয়ে কুকমোর শহরে একটি থানায় আগুন ধরাতে চেষ্টা করেছিল ওই কিশোর। তাকে গ্রেফতার চেষ্টাকালে এক পুলিশ কর্মকর্তাকে অন্তত তিনবার ছুরিকাঘাত করেছে সে।


তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে গুলি করে হত্যার আগে পুলিশ ফাঁকা গুলিও করেছিল। 


গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাকর্মীরা আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। কিন্তু ওই কিশোর কেন এমনটা করেছিল, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ