শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

তাতারস্তানে মুসলিম কিশোরকে গুলি করে হত্যা করল রুশ পুলিশ

 




মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাতারস্তানে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে রাশিয়ার পুলিশ।


শুক্রবার রুশ তদন্তকারীরা বলেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি পুলিশ স্টেশনে আগুন ধরানো ও এক পুলিশ  কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল।


বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।


দেশটিতে বড় ধরনের অপরাধ মোকাবেলায় কাজ করছে ইনভেস্টিগেটিভ কমিটি। এক বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসবাদ চেষ্টার অপরাধ হিসেবে তারা দেখছে এই ঘটনা। এ সংক্রান্ত একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে।


তদন্তকারীরা জানান, মলোটভ ককটেল দিয়ে কুকমোর শহরে একটি থানায় আগুন ধরাতে চেষ্টা করেছিল ওই কিশোর। তাকে গ্রেফতার চেষ্টাকালে এক পুলিশ কর্মকর্তাকে অন্তত তিনবার ছুরিকাঘাত করেছে সে।


তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে গুলি করে হত্যার আগে পুলিশ ফাঁকা গুলিও করেছিল। 


গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাকর্মীরা আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। কিন্তু ওই কিশোর কেন এমনটা করেছিল, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ