যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি আছে মাত্র কয়েকদিন। এমন গুরুত্বপূর্ণ সময়ে করোনা ভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আগের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখেরও বেশি। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করছে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকানোর।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে এক লাখ ১ হাজার ৪৬১ জন। যার ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন।
অন্যদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯৮৮ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জন।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের শেষমুহুর্তে এভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় দুই পক্ষের কাছেই প্রচারণার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাসকে হেলাফেলা করেছেন। পরে নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংক্রমণ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে তার সহকর্মীদের মধ্যেও।
তবে ট্রাম্পের দাবি, দেশে করোনা মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। গত শুক্রবারও তিনি এক টুইটে বলেছেন, যত বেশি পরীক্ষা, তত বেশি আক্রান্ত। আমাদের পরীক্ষা সবার সেরা। মৃত্যু অনেক কম।
আরও পড়ুন: একদিনে এত করোনা রোগী আগে দেখেনি বিশ্ব
এদিকে নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তার প্রচারণায় করোনা ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার বেশিরভাগ সমাবেশই হচ্ছে ‘ড্রাইভ ইন’ পদ্ধতিতে, অর্থাৎ সমর্থকেরা গাড়িতে বসেই সমাবেশে অংশ নিচ্ছেন।
অন্যদিকে মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী ফের তাণ্ডব চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার। এ সময়ে প্রাণহানি ঘটেছে ৭ হাজারের বেশি মানুষের।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৪ লাখ ৩০ হাজার ৯১১ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬০ লাখ ২৪ হাজার ৫১২ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৯ লাখ ৬৬ হাজার ২৬৪ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
মন্তব্যসমূহ