হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

চলে গেলেন কুয়েতের আমির

 




মৃত্যুবরণ করেছেন কুয়েতের আমির সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরার।


কুয়েতের আমির আল সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির জন্য তিনি অনেক আলোচিত হয়ে আছেন। ১৯৬৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


২০০৬ সালে তৎকালীন আমির শেখ জাবের আল সাবাহ’র মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।


২০১৯ সালে সর্বপ্রথম তার অসুস্থতার কথা সরকারিভাবে জানানো হয়। তারপর চলতি বছরের জুলাইয়ে মার্কিন বিমান বাহিনীর সামরিক উড়ন্ত হাসপাতাল সি-১৭ এর মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রের মিনিসোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসমূহ