হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলের গুলি, আহত ৩

 




অধিকৃত ফিলিস্তিনের পবিত্র আল-কুদস শহরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি জনগণ।


ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এতে ইসরাইলি বাহিনী গুলি চালালে কমপক্ষে ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন।খবর বার্তা সংস্থা আল-শিহাবের।


জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে শুক্রবার জুমা নামাজের পর বিক্ষোভে অংশ নেন হাজারো ফিলিস্তিনি।


বিক্ষোভে অংশ নেয়া মুসল্লিরা বিশাল একটি ব্যানার বহন করেন যাতে লেখা ছিল- ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ বিশ্বাসঘাকতা।


গত মঙ্গলবার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে। এ ঘটনাকে বহু আরব ও মুসলিম দেশ ফিলিস্তিনিদের সঙ্গে মহা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে।


এদিকে, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের গ্রেনেড হামলায় ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্তব্যসমূহ