গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

বৈরুত বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে, আটক ১৬

 




লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এ ঘটনায় আটক করা হয়েছে ১৬ জনকে।


কাস্টমস ও বন্দরের কর্মীদের মধ্যে ১৮ জনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। বিধ্বস্ত বন্দরে এখনও চলছে উদ্ধারকাজ।


বৃহস্পতিবার বৈরুত সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সব রকমের সহায়তার আশ্বাসের পাশাপাশি, দেশটিতে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানান তিনি। এইদিন সরকার পতনের দাবিতে বিক্ষোভও হয় বৈরুতে।


উল্লেখ্য, মঙ্গলবার একটি রাসায়নিক গুদামে প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় বৈরুত বন্দর। গুদামটিতে প্রায় ২৭শ’ ৫০ ট্ন বিস্ফোরক দ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেটের অনিরাপদ মজুত ছিল।

মন্তব্যসমূহ