প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

বৈরুত বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে, আটক ১৬

 




লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এ ঘটনায় আটক করা হয়েছে ১৬ জনকে।


কাস্টমস ও বন্দরের কর্মীদের মধ্যে ১৮ জনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। বিধ্বস্ত বন্দরে এখনও চলছে উদ্ধারকাজ।


বৃহস্পতিবার বৈরুত সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সব রকমের সহায়তার আশ্বাসের পাশাপাশি, দেশটিতে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানান তিনি। এইদিন সরকার পতনের দাবিতে বিক্ষোভও হয় বৈরুতে।


উল্লেখ্য, মঙ্গলবার একটি রাসায়নিক গুদামে প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় বৈরুত বন্দর। গুদামটিতে প্রায় ২৭শ’ ৫০ ট্ন বিস্ফোরক দ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেটের অনিরাপদ মজুত ছিল।

মন্তব্যসমূহ