হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

হেলমেট না পরায় যুবকের কপালে বাইকের চাবি গেঁথে দিল পুলিশ



বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন এক যুবক। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। ট্রাফিক নিয়ম ভাঙায় সেই বাইকচালকের কপালে তাঁরই মোটরসাইকেলের চাবি গেঁথে দিয়েছে পুলিশ। সোমবার রাতে ভারতের উত্তরাখণ্ডের উধম সিংহনগর জেলায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেট না পরার জন্য ওই দুই যুবককে দাঁড় করায় পুলিশ। তার পরই দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। তর্ক চলাকালীন এক পুলিশ বাইকের চাবি খুলে নিয়ে আচমকাই চালকের কপালে সেটা গেঁথে দেন। গুরুতর জখম হন ওই যুবক।

এদিকে পুলিশকর্মীর এমন ভূমিকায় প্রবল সমালোচনার মুখে পড়েছে উত্তরাখণ্ড সিটি পুলিশ। অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার।

মন্তব্যসমূহ