শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

করোনা রিপোর্ট ‘জালিয়াতি’ করে বিমানবন্দরে ধরা শাজাহান খানের মেয়ে




করোনা সনদ ‘জালিয়াতি’ করে নেগেটিভ রিপোর্ট নিয়ে লন্ডনে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান।


দেশ ছাড়ার আগে ইমিগ্রেশনে অনলাইন চেকে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি সূত্র
জানিয়েছে।

সূত্রটি জানায়, রোববার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশনে বিষয়টি ধরা পড়লে ঐশীকে লন্ডন যেতে দেয়া হয়নি।

জানা যায়, ঐশী খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে রোববার লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য সকালে তিনি শাহজালাল বিমানবন্দরে
যান।

সূত্র জানায়, বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগ যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে তাদের প্রবেশাধিকার দেয়। তবে ঐশী খান বিমানবন্দরের সিআইপি গেট ব্যবহার
করে বিমানবন্দরে প্রবেশ করেন। সেখান থেকে তিনি সরাসরি চলে যান ইমিগ্রেশনে।

সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশে যেতে বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ লাগবে। এর প্রেক্ষিতে বিমানবন্দরের ইমিগ্রেশনে ঐশীর কাছে করোনা
সনদ চাওয়া হয়। এ সময় ঐশী তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সনদ ইমিগ্রেশনে দেন। কর্তৃপক্ষ সনদটি অনলাইনে চেক করে করলে সেটি পজিটিভ
দেখায়। ঐশীর সনদ ‘জালিয়াতির’ বিষয়টি আঁচ করতে পেরে তাকে সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে সনদের নম্বর যাচাই করে দেখা গেছে ওই যাত্রীর কোভিড–১৯ পজিটিভ উল্লেখ করা রয়েছে।


এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, এক যাত্রীর ইমিগ্রেশনে করোনা
পজিটিভ ধরা পড়ায় বিমানের লন্ডন ফ্লাইটে তাকে যেতে দেয়া হয়নি।

তবে ওই যাত্রীর নাম-পরিচয় সম্পর্কে বিমানের জনসংযোগ কর্মকর্তা জানান, তারা সেটা জানেন না।

বিমানের শিডিউল ফ্লাইটটি রোববার দুপুর ১২টায় লন্ডনের উদ্দেশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বলে জানান তাহেরা খন্দকার।

সুত্র: যুগান্তর

মন্তব্যসমূহ