হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

পাঁচ তলার জানালা দিয়ে ঝাঁপ দিল শিশু ! তারপর ? দেখুন রোমহর্ষক ভাইরাল ভিডিও



 বাচ্চাদের চোখে চোখে না রাখলেই তারা ঘটিয়ে ফেলতে পারে বড় অঘটন। বাচ্চাদের মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি খেলে । যেমন বড় অঘটন ঘটিয়ে ফেলল চিনের এই বছর পাঁচেকের শিশুটি।

তাঁর বাবা মা বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিল। শিশুটি জানালার ধারে বসে খেলছিল। হঠাৎ তার চোখ যায় জানালার দিকে। জানালাটি খোলা ছিল। সে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। পাঁচ তলার ওপরে জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে বাইতে থাকে সে। এই ঘটনা দেখে ফেলেন নীচে থাকা এক যুবক। সেই যুবকের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যায় শিশুটি।

যুবকটি কোথা থেকে একটা কম্বল জোগার করে নিয়ে আসে। কয়েকজন লোককেও ডেকে নেয়। তারা সকলে মিলে নীচে কম্বল পেতে ধরে। বাচ্চাটিকে লাফ দিতে বলে। ততক্ষণে বাচ্চাটি ভয় পেয়ে গেছে। সে ভয়েই ঝাপিয়ে পড়ে। লুফে নেন নীচে থাকা ওই যুবক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

মন্তব্যসমূহ