গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭৩

  যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর  হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। তবে ইসরায়েল বলেছে, গাজার একটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। খবর এএফপির। সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজার উত্তরে বেইত লাহিয়ার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর আমাদের এজেন্সির কর্মীরা ৭৩ জন শহীদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।’ তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজন শহীদের মরদেহ রয়ে গেছে।’ মাহমুদ বাসাল জানান, শনিবার (১৯ অক্টোবর) দিনের শেষ ভাগে ইসরায়েলের চালানো ওই হামলায় বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হামলাটি চালানো হয় একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিরক্ষা বিভাগের (আইডিএফ) কাছে আসা তথ্যের সঙ্গে হতাহতের সংখ্যার মিল নেই। তবে, এ বিষয়ে কোনো বিস্তারিত বিবরণও তারা দেয়নি বা কাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছ

পাঁচ তলার জানালা দিয়ে ঝাঁপ দিল শিশু ! তারপর ? দেখুন রোমহর্ষক ভাইরাল ভিডিও



 বাচ্চাদের চোখে চোখে না রাখলেই তারা ঘটিয়ে ফেলতে পারে বড় অঘটন। বাচ্চাদের মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি খেলে । যেমন বড় অঘটন ঘটিয়ে ফেলল চিনের এই বছর পাঁচেকের শিশুটি।

তাঁর বাবা মা বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিল। শিশুটি জানালার ধারে বসে খেলছিল। হঠাৎ তার চোখ যায় জানালার দিকে। জানালাটি খোলা ছিল। সে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। পাঁচ তলার ওপরে জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে বাইতে থাকে সে। এই ঘটনা দেখে ফেলেন নীচে থাকা এক যুবক। সেই যুবকের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যায় শিশুটি।

যুবকটি কোথা থেকে একটা কম্বল জোগার করে নিয়ে আসে। কয়েকজন লোককেও ডেকে নেয়। তারা সকলে মিলে নীচে কম্বল পেতে ধরে। বাচ্চাটিকে লাফ দিতে বলে। ততক্ষণে বাচ্চাটি ভয় পেয়ে গেছে। সে ভয়েই ঝাপিয়ে পড়ে। লুফে নেন নীচে থাকা ওই যুবক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

মন্তব্যসমূহ