হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

ঘণ্টায় ৫০ জন করোনা আক্রান্ত হচ্ছে ইরানে



ইরানে প্রতি ঘণ্টায় গড়ে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য, চিকিৎসা ও মেডিক্যাল শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এ ধরনের পরিস্থিতিতে ভ্রমণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার বলেও মনে করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি সামাজিকতা রক্ষা থেকে দেরে থাকা দরকার বলেও মনে করে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি রেজা রাইসি গতকাল বুধবার জানান, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার তিনশ ৬১ জন, সুস্থ হয়েছেন পাঁচ হাজার সাতশ ১০ জন এবং মারা গেছেন এক হাজার একশ ৩৫ জন।

যদিও সরকার বিরোধীদের দাবি, আক্রান্ত ও নিহতের সংখ্যা সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক গুণ বেশি।

মন্তব্যসমূহ