হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০



করোনাভাইরাসে কাঁপছে চীনসহ পুরো বিশ্ব। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জনে। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন।

এদিকে, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে দু’শ ১০ মারা গেছেন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে।

শুক্রবার দিবাগত রাতে দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
নিহতদের বেশিরভাগই দেশটির রাজধানী তেহরান এবং কোম শহরের। কোম শহরেই প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। পরে তা আশপাশের শহরে ছড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ