হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

অস্ট্রেলিয়ায় আরো ভয়াবহ রূপ নিয়েছে দাবানল, সতর্কতা জারি



অস্ট্রেলিয়ায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে দাবানল। বাতাসের গতি অনেক বেশি থাকায় পূর্ব উপকূলীয় রাজ্যগুলোয় জারি রয়েছে সতর্কতা।
নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় নতুন করে আগুন ছড়িয়েছে কয়েকটি এলাকায়। কেবল নিউ সাউথ ওয়েলসেই শতাধিক স্থানে জ্বলছে আগুন। স্থানীয়দের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। উদ্ধারে কাজ করছে নিরাপত্তা বাহিনী।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলস উপকূলে প্রস্তুত আছে দু’টি উদ্ধারকারী জাহাজ। বেশিরভাগ শহরেই তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রীর ওপরে। দাবানল নিয়ন্ত্রণে সহায়তায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ দল পৌঁছেছে অস্ট্রেলিয়ায়।

মন্তব্যসমূহ