হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

বাঙালি জাতিকে করুণার চোখে দেখার দিন শেষ: প্রধানমন্ত্রী

বাঙালি জাতিকে করুণার চোখে দেখার দিন শেষ এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্রমুক্ত হয়ে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত হবে বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতির মুক্তির পথ নির্দেশক। তার ভাষণে অর্থনৈতিক শোষণ থেকেও মুক্তির ডাক দেয়া হয়েছে।

গণভবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি সনদ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আড়াই হাজার বছরের বিশ্ব ইতিহাসের সব ভাষণ থেকে গুরুত্ব, তাৎপর্যপূর্ণ ভাষণ বাছাই করে জাতিসংঘ। এরমধ্যে সেরা ৪১টি ভাষণের তালিকায় স্থান এবং সবশেষ অন্যতম ভাষণ হিসেবে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি সনদ পায় ৭মার্চের ভাষণ।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির সনদের অনুলিপি, মুক্তিযুদ্ধ জাদুঘর, চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ ডিএফপি, ফিল্ম আর্কাইভ, বেতার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর বিবেচনায় ওয়ার্ল্ড মেমোরিজ হিসেবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্বাধীনতার সনদ ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। তাই এর মর্যাদা অনুধাবনে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আশা করেন, ঐতিহাসিক ৭মার্চের বঙ্গবন্ধুর অলিখিত ও স্বপ্রণোদিত ভাষণটি জাতির জন্য আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবে।

মন্তব্যসমূহ