গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

রাজকুমারীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ

কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা। প্রেমের কাছে জাতি-ধর্ম-বর্ণ সবকিছুই যেন তুচ্ছ। কালে-কালে ভালোবাসার টানে রাজপ্রাসাদও পায়ে ঠেলেছেন অনেকে। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দেখা গেল ভালোবাসার আরেক উজ্জ্বল নিদর্শন।

মালয়েশিয়ার জোহোর রাজ্যের সুলতান ইব্রাহিমের একমাত্র মেয়ে তুংকু তুন আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়ার (৩১) সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় নেদারল্যান্ডসের ব্যবসায়ী ডেনিসের (২৮)। দুজনের ধর্ম আলাদা। বয়সেও রাজকুমারী বড়।

কিন্তু ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ধর্ম। নিজ ধর্ম ত্যাগ করে ২০১৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ডেনিস। তাঁর বর্তমান নাম ডেনিস মুহাম্মদ আবদুল্লাহ।
স্থানীয় সময় গত সোমবার জোহোর রাজ্যের রাজধানী জোহোর বাহরুর রাজপ্রাসাদে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে হয় আমিনাহ-ডেনিসের। এক হাজার ২০০ অতিথি উপস্থিত ছিলেন ওই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান বড় পর্দায় রাজপ্রাসাদের বাইরে দেখানো হয়।

বিয়ের দিন রাজকুমারীর পরনে ছিল মূল্যবান সাদা গাউন ও দামি অলঙ্কার। স্থানীয় ঐতিহ্য মানতে বিয়েতে দেনমোহর রাখা হয়। তবে পরিমাণ খুবই কম, মাত্র ২২ দশমিক ৫০ রিংগিত।

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহোর রাজ্যের এই রাজপরিবার খুবই প্রভাবশালী ও ধনী। তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। সেটি মালয়েশিয়ার একমাত্র রাজ্য, যেখানে আলাদা সেনাবাহিনী রয়েছে।

রাজকুমারী আমিনাহের স্বামী ডেনিস মুহাম্মদ আবদুল্লাহ জোহোর বাহরুতে ব্যবসা করেন। সেখানেই তাঁর বাড়িতে নববধূকে নিয়ে উঠবেন। ইউরোপের দেশ নেদারল্যান্ডেও তাঁর নিজস্ব বাড়ি রয়েছে।

মন্তব্যসমূহ