জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিল না ইসরাইল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ছয় বন্দির মুক্তির বিনিময়ে এ দিনই ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরাইলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না। শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। নেতানিয়াহু বলেন, ‘অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করাসহ হামাসের বারবার (যুদ্ধবিরতির চুক্তি) লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব সন্ত্রাসীদের (ফিলিস্তিনি) মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাদের ছাড়া হবে না।’ দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর পর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ...

‘দক্ষিণ এশীয় স্যাটেলাইট’ সফল উৎক্ষেপণ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে উৎক্ষেপণ করা হয়েছে ‘দক্ষিণ এশীয় স্যাটেলাইট’।  ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশকেন্দ্র থেকে দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

আজ শুক্রবার বিকেলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। আর এরপর সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার সাতটি দেশের প্রধানরা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহাকাশের এই সহযোগিতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে আমাদের জনগণ উপকৃত হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আবহাওয়া ও টেলিযোগাযোগের পাশাপাশি এই স্যাটেলাইটের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করতে পারবে সংশ্লিষ্ট দেশ।’ তিনি আরো বলেন, ‘আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আকাশের কোনো সীমা নেই।’

ভিডিও কনফারেন্সে অংশ নেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মূলত আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা আদানপ্রদান করাই এই স্যাটেলাইট উৎক্ষেপণের মূল লক্ষ্য। এ ছাড়া টেলিমেডিসিন, টেলিশিক্ষা, আন্তসরকার নেটওয়ার্ক, টেলিভিশন ব্রডকাস্ট এবং ডিটিএইচ টেলিভিশন সেবায় সুবিধা পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে। ৪৫০ কোটি রুপির ভারতীয় এই স্যাটেলাইট প্রকল্পে বিনা খরচে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি পাকিস্তান। সাউথ এশিয়া স্যাটেলাইটের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। এনটিভি

মন্তব্যসমূহ