শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

‘দক্ষিণ এশীয় স্যাটেলাইট’ সফল উৎক্ষেপণ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে উৎক্ষেপণ করা হয়েছে ‘দক্ষিণ এশীয় স্যাটেলাইট’।  ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশকেন্দ্র থেকে দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

আজ শুক্রবার বিকেলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। আর এরপর সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার সাতটি দেশের প্রধানরা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহাকাশের এই সহযোগিতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে আমাদের জনগণ উপকৃত হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আবহাওয়া ও টেলিযোগাযোগের পাশাপাশি এই স্যাটেলাইটের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করতে পারবে সংশ্লিষ্ট দেশ।’ তিনি আরো বলেন, ‘আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আকাশের কোনো সীমা নেই।’

ভিডিও কনফারেন্সে অংশ নেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মূলত আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা আদানপ্রদান করাই এই স্যাটেলাইট উৎক্ষেপণের মূল লক্ষ্য। এ ছাড়া টেলিমেডিসিন, টেলিশিক্ষা, আন্তসরকার নেটওয়ার্ক, টেলিভিশন ব্রডকাস্ট এবং ডিটিএইচ টেলিভিশন সেবায় সুবিধা পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে। ৪৫০ কোটি রুপির ভারতীয় এই স্যাটেলাইট প্রকল্পে বিনা খরচে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি পাকিস্তান। সাউথ এশিয়া স্যাটেলাইটের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। এনটিভি

মন্তব্যসমূহ