হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

কাশ্মিরে 'পাথর-ছোঁড়ায়' যোগ দিয়েছে মেয়েরাও

গত এক সপ্তাহ ধরে কাশ্মিরে বিভিন্ন এলাকায় সহিংস-বিক্ষোভ চলছে। এসব সংঘর্ষের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপকারী কাশ্মিরিদের মধ্যে ইদানীং দেখা যাচ্ছে মেয়েদেরও।
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর-নিক্ষেপকারীদের যেসব ছবি আগে ছাপা হতো তাতে সাধারণত: ছেলেদেরই দেখা যেতো।
কিন্তু এখন কাশ্মিরি বিক্ষোভকারী আর ইট-পাটকেল নিক্ষেপকারীদের মধ্যে মেয়েদেরও দেখা যাচ্ছে।
কাশ্মিরে এক সপ্তাহ বন্ধ থাকার পর স্কুল-কলেজ খোলার পর রাস্তায় ভিন্ন ধরণের কিছু দৃশ্যও দেখা গেল।
সব ছবি দেখুন







সূত্র: বিবিসি

মন্তব্যসমূহ