শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

১০০ মিটার দৌড়ে জিতলেন ১০১ বছরের ভারতীয় নারী

ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে ১০১ বছর বয়সী এক ভারতীয় মহিলা অ্যাথলিট মান কাউর।
সোমবার অকল্যান্ডে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেতার পরপরই এই বৃদ্ধা সামান্য একটু নেচে জয়ের আনন্দ প্রকাশ করেন।
মান কাউরের ১০০ মিটার সময় যেতে সময় লাগে এক মিনিট ১৪ সেকেন্ড। তার বয়সের ক্যাটাগরিতে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী।
নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে তাকে উল্লেখ করা হয়েছে 'চণ্ডীগড়ের বিস্ময় হিসেবে।'
দৌড় শুরু করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। ডাক্তারদের অনুমতি পাওয়ার পরেই তিনি প্রতিযোগিতায় অংশ নেন। বিবিসি

মন্তব্যসমূহ