গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

১০০ মিটার দৌড়ে জিতলেন ১০১ বছরের ভারতীয় নারী

ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে ১০১ বছর বয়সী এক ভারতীয় মহিলা অ্যাথলিট মান কাউর।
সোমবার অকল্যান্ডে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেতার পরপরই এই বৃদ্ধা সামান্য একটু নেচে জয়ের আনন্দ প্রকাশ করেন।
মান কাউরের ১০০ মিটার সময় যেতে সময় লাগে এক মিনিট ১৪ সেকেন্ড। তার বয়সের ক্যাটাগরিতে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী।
নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে তাকে উল্লেখ করা হয়েছে 'চণ্ডীগড়ের বিস্ময় হিসেবে।'
দৌড় শুরু করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। ডাক্তারদের অনুমতি পাওয়ার পরেই তিনি প্রতিযোগিতায় অংশ নেন। বিবিসি

মন্তব্যসমূহ