হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

লাহোরের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

পাকিস্তানের লাহোরে বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তাসহ কম্পক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৭০ জন।

সোমবার লাহোরে পাঞ্জাব প্রদেশের আইনসভার বাইরে এ হামলার ঘটনা ঘটে।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান-টিটিপি’র শাখা জামাত-উল-আহরার হামলার দায় স্বীকার করেছে।


অবৈধ ওষুধ ব্যবসা বন্ধে সরকারি অভিযানের প্রতিবাদে ধর্মঘট ডেকে প্রাদেশিক আইনসভার বাইরে বিক্ষোভ করছিল কেমিস্ট ও ওষুধ উৎপাদনকারীরা। ধর্মঘট প্রত্যাহারে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছিলেন পুলিশের ডিআইজি আহমাদ মুবিন।

এসময় ওই হামলার ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা মুবিনকে কয়েক ঘণ্টা আগেও বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।
বিবিসি এবং ডন অবলম্বনে

মন্তব্যসমূহ