শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

সার্চ কমিটিতে নাম দেবে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির প্রস্তাবে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। ওই কমিটির কাছে ইসি গঠনের জন্য সদস্যের নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন দলটি।

আজ সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

সূত্র জানায়, সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আগামী মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সার্চ কমিটি বরাবর পাঠানো হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তাঁরা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাঁদের এখতিয়ার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারা নেবে।’

শেখ হাসিনা বলেন, ৭৫-পরবর্তী সময়ে এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষের ভোটের অধিকারই ছিল না। এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে এ দেশে ভোটের অধিকার, সচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করতে চায়। তাই আগামী নির্বাচনে ভোটারদের এই তফাৎ খেয়াল রাখার তাগিদ দেন, তিনি। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ