হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

সার্চ কমিটিতে নাম দেবে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির প্রস্তাবে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। ওই কমিটির কাছে ইসি গঠনের জন্য সদস্যের নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন দলটি।

আজ সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

সূত্র জানায়, সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আগামী মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সার্চ কমিটি বরাবর পাঠানো হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তাঁরা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাঁদের এখতিয়ার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারা নেবে।’

শেখ হাসিনা বলেন, ৭৫-পরবর্তী সময়ে এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষের ভোটের অধিকারই ছিল না। এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে এ দেশে ভোটের অধিকার, সচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করতে চায়। তাই আগামী নির্বাচনে ভোটারদের এই তফাৎ খেয়াল রাখার তাগিদ দেন, তিনি। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ