হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ২৫

থাইল্যান্ডে ভ্যান ও পিকআপের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
 রাজধানী ব্যাংকক থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণে চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় স্থানীয় সময় সোমবার (০২ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটে।

বান বুয়েং প্রাদেশিক পুলিশ স্টেশনের ডেপুটি চিফ ল্যাফটেন্যান্ট কর্নেল ভিরোজ জানান, ভ্যানচালক নিয়ন্ত্রণ হারানোর পর আগুন ধরে গিয়ে এতো সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে।

ডেপুটি চিফ জানিয়েছেন, ভ্যানের যাত্রীদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন। আর পিকআপের দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যান ও পিকআপের দু’জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আল জাজিরা

মন্তব্যসমূহ