হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

নোট বাতিল প্রত্যাহার করুন, না হলে ক্ষমতা ছাড়ুন, মমতা

নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে লখনউয়ের গোমতীনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ সভা। মমতাকে সমর্থন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। মোদীকে আক্রমণ মমতার, কী বললেন দেখব একনজরে
  • সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মোদীর এই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছেন।
  • বিরোধীরা একজোট হয়ে লড়ছে
  • নোটবন্দি করলে ভোটবন্দি করুন
  • উত্তরপ্রদেশ-পঞ্জাব ভোটের আগে ইচ্ছে করে পদক্ষেপ
  • উত্তরপ্রদেশে বেনামে বহু জমি কেনা হয়েছে
  • এরা তুঘলকের থেকেও ভয়ঙ্কর, সব লুঠে নিয়েছে
  • দেওয়ার মতো নেওয়ার শক্তি আছে মানুষের
  • পরিকল্পনা না করে কেন নোট বাতিল করেছেন
  • আগে নিজের সম্পত্তির হিসেবে দিন
  • প্রধানমন্ত্রীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • বিদেশ থেকে টাকা আসেনি, মানুষের টাকা ছিনিয়ে নিয়েছেন
  • মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে
  • উত্পাদন বন্ধ কাজ হারাচ্ছেন সাধারণ শ্রমিকরা
  • ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরুণ, দেখা যাক কার কত ক্ষমতা
  • ছুপা রুস্তম হয়ে দেশে লুঠ-তরাজ চালাচ্ছেন, মোতীকে তোপ
  • আচ্ছে দিনের নামে শুধু ভাষণ দিচ্ছেন
  • আর দেশের গরীব মানুষ কাঁদছেন
  • অর্থনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে
  • বিভিন্ন রকমের নোট ছাপাচ্ছে কেন্দ্র
  • নোটকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন মমতার
  • তুঘলক-হিটলারের চেয়ে খারাপ পরিস্থিতি
  • চাষ বন্ধ, বাজারে কেনা-বেচা বন্ধ
  • নতুন নোট নিয়েও বিভ্রান্ত মানুষ
  • বিধানসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃত পদক্ষেপ
  • বিজেপিকে একটি ভোটও দেবেন না
  • মোদী দেশকে বিক্রি করার প্রয়াস করেছেন
  • দেশবাসীর স্বার্থে একজোট হয়ে আন্দোলন চাই
  • প্রয়োজনে ফের দিল্লিতে আন্দোলন করব
  • আপনার জন্যে দেশের স্বাধীনতা খর্ব হচ্ছে
  • নোট বাতিল প্রত্যাহার করুন, না হলে ক্ষমতা ছাড়ুন
  • জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা। এবিপি

মন্তব্যসমূহ