হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

সরকার কোটা সংস্কারের পক্ষে: আইনমন্ত্রী

 




সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকার পক্ষ আবেদন করবে।


তিনি আরও বলেন, ‘সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। উচ্চ আদালতে শুনানির সময় এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরা হবে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, সেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটির সুরাহা করতে হবে। সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই- শিক্ষার্থীরা আজই আন্দোলন বাদ দিয়ে ঘিরে যাক। আমরা তাদেরকে জোর অনুরোধ করছি।’


এর আগে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘এই আলোচনার জন্য প্রধানমন্ত্রী আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।’

মন্তব্যসমূহ